1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনিক অ্যাসিড (বি৫ ) ৫%-০.২৩৫ মিগ্রা ভিটামিন বি ৬ ২৫%-০.৩২৯ মিগ্রা ফোলেট (বি ৯) ৬%-২৪ μg ভিটামিন সি ১৭%-১৩.৮ মিগ্রা ভিটামিন ই ২%-০.৩৪ মিগ্রা                                                           খনিজ ক্যালসিয়াম ২%-২৪ মিগ্রা লৌহ ২%-০.২৩ মিগ্রা ম্যাগনেসিয়াম ৮%-২৯ মিগ্রা ম্যাঙ্গানিজ ২%-০.০৪৩ মিগ্রা ফসফর

বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে টাকার অবস্থা দেখে টাকাকে নিয়ে একটি কবিতা লিখলাম, আমার আজকের কবিতা- "হায়রে টাকা"- ২৪/০৯/২০১৯


হাইরে টাকা”
দুইটা টাকার তরে, সারাদিন খেটে মরি,
পাইনা দেখা তবু, করি শুধু রাহাজারি।
টাকারে পাইতে কেহ, করে রাতে ছিনতাই,
দেনার দায়েতে পড়ে, কেহ মরে চিন্তায়।
টাকার লোভেতে পড়ে, ঘরনি ও ছাড়ে ঘর,
ভাই ভাইকে মারে, ভাই হয়ে যায় পর।
কেহ সারাদিন ভিক্ষায়, দুই টাকা করে আয়,
লুটেরা করে লুট, টাকার পাহাড় জমায়।
শুনেছি টাকায় নাকি, সবকিছু পাওয়া যায়,
তাহলে টাকা কেন, থাকে এতো পাহারায়।
টাকার গরমে নাকি, কেউ উড়ে আকাশে,
টাকার গন্ধ বুঝি, থাকে ভেসে বাতাসে।
কোটি টাকার নাস্তা, তোবু কেহ ফেলে রাস্তায় ,
মানুষ, কুকুর, কাক এক হয়ে তাহা খায়।
ভল্টে ধরেনা টাকা, তাই কেউ সোনা কিনে,
র‍্যাবের পিটুনি ভয়ে, টাকা ফেলে ডাষ্টবিনে।
টাকা কামাইতে মানুষ, যায় কত বিদেশে,
রেমিটেন্স যোদ্ধা তারে লোকে বলে খুশিতে,
টাকা মেরে দালালেরা, নিজেদের ভরে পেট,
ক্যাসিনো চালাই তারা, দেশটারে করে হেট।
কৃষকের টাকা সব, ধনিরা যে লুটে খায়,
কেউ তারে ধরে নাতো, শুধু চোখে দেখে যায়।
টাকার লোভেতে যারা , করে এতো অন্যায়,
সেই সব টাকা তার, ভেসে গেল বন্যায়।
কার ঘরে কত টাকা, ছিল যত গোপনে,
কাল সাপ হয়ে তাই, মারিল এক ছোবলে।
টাকার বিছানায় শুয়ে, যার কাটে প্রতি রাত,
আজ সে গারোদেতে, কপালেতে মারে হাত।
হায়রে টাকা আমি, তোর পিছে ছুটিলাম,
আজ দেখি তুই পর, এতদিনে বুঝিলাম।
মোঃ খোশবুর আলী-----২৪/০৯/২০১৯

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিধাতা রাখিও তাঁরে সুখে।