টাকাই বড় তেল -- খোশবুর আলী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
টাকাই বড় তেল
--------------------------
খোশবুর আলী
পরের যদি করো ভালো বাঁশ দিবে তোর পিছে,
শুনতে যদি খারাপ লাগে কথাটি নয় মিছে।
নিজের ভাল সবাই বোঝে
সবখানে তাই সুযোগ খোঁজে,
তিল পরিমাণ জায়গা পেলে দেহের শক্তি ঝাড়ে,
সুঁই ঢুকেনা কুঠার দিয়ে ফড়ফড়িয়ে ফাঁড়ে।
অভাব দোষে স্বভাব নষ্ট হয় যদি গো কারো
অল্প দোষকে বড় করে ইচ্ছে মতন মারো।
বাড়ি গাড়ি ভুরিভুরি
করছে তবু পুকুর চুরি,
ধরা ছোঁয়ার বাইরে থাকে কেউ রাখেনা খোঁজ,
তাইতো সমাজ রসাতলে যাচ্ছে ডুবে রোজ।
কেউবা আবার কথার রাজা দেশের রাজাও সাজে,
কাজের বেলায় ঠন ঠনাঠন প্রতিজ্ঞা দেয় বাজে।
আসল কাজে দেয় না দেখা
কাজ ফুরালে সাজে সখা,
আমার কথায় হয়েছে কাজ তোমরা যে যায় বলো,
এখন থেকে তোমরা সবে আমার পথে চলো।
টাকা দিয়ে হয় সবই আজ টাকাই বড় তেল,
শিক্ষিতদের টেকো মাথায় মূর্খে ভাঙে বেল।
ব কলমের হাতে ছড়ি
বিচার করে তড়িঘড়ি,
ঠিক বেঠিকের ধার ধারে না হোক বা আপনপর,
ক্ষমতাখান জাহির করে ভাঙছে পরের ঘর।
-----------------------------
বৈদ্যপুর, তানোর,
রাজশাহী- ১৯/০৮/২০২০
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন