1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনি...

লুঙ্গি জীবন সঙ্গী -----খোশবুর আলী

 

লুঙ্গি জীবন সঙ্গী

 ---------------------------

-----খোশবুর আলী

 

বাঙালিদের সেরা পোশাক

       ঐতিহ্যটাও ধরে,

পরতে লাগে আরামটা বেশ

               হরেক কামও করে

 ছোট্ট কালে লুঙ্গি খুলে

      ছাকনা দিয়ে জলে,

 ধরেছিলাম টেংরা পুঁটি

      শুধুই খেলার ছলে

যুবক কালে লুঙ্গির ভাঁজে

       ছিল কত বাহার,

ঢং দেখে বলতো ভাবী

          দেবর একখান আমার

চুলের ভাঁজ আর লুঙ্গির ভাঁজে

     লাগছে তোমায় ভালো,

 কাউকে এবার ঘরে এনে

                 ঘরটা করো আলো

প্রয়োজনে নেংটি ঠুকে

         করি যত কাজ

মাঝে মাঝে বাঁধি কাছা

        করি নাকো লাজ

বয়স্ক লোক লুঙ্গি পরে

         একটু উঁচু 'রে

নামাজে আর কাজে কামে

       শেষেও সঙ্গী গোরে

 নিদান কালে কাফনেতে

         সফেদ সাদা লুঙ্গি,

সকল পোশাক থাকবে পড়ে

                       লুঙ্গিই হবে সঙ্গী

------------------------------------

 ২৮/০৭/২০২০ ইং বৈদ্যপুর, তানোর, রাজশাহী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিধাতা রাখিও তাঁরে সুখে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার: রুমানা আলী