লুঙ্গি জীবন সঙ্গী -----খোশবুর আলী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লুঙ্গি জীবন সঙ্গী
---------------------------
-----খোশবুর আলী
বাঙালিদের সেরা পোশাক
ঐতিহ্যটাও ধরে,
পরতে লাগে আরামটা বেশ
হরেক কামও করে।
ছোট্ট কালে লুঙ্গি খুলে
ছাকনা দিয়ে জলে,
ধরেছিলাম টেংরা পুঁটি
শুধুই খেলার ছলে।
যুবক কালে লুঙ্গির ভাঁজে
ছিল কত বাহার,
ঢং দেখে বলতো ভাবী
দেবর একখান আমার।
চুলের ভাঁজ আর লুঙ্গির ভাঁজে
লাগছে তোমায় ভালো,
কাউকে এবার ঘরে এনে
ঘরটা করো আলো।
প্রয়োজনে নেংটি ঠুকে
করি যত কাজ
মাঝে মাঝে বাঁধি কাছা
করি নাকো লাজ।
বয়স্ক লোক লুঙ্গি পরে
একটু উঁচু ক'রে
নামাজে আর কাজে কামে
শেষেও সঙ্গী গোরে।
নিদান কালে কাফনেতে
সফেদ সাদা লুঙ্গি,
সকল পোশাক থাকবে পড়ে
লুঙ্গিই হবে সঙ্গী।
------------------------------------
২৮/০৭/২০২০ ইং বৈদ্যপুর, তানোর, রাজশাহী।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন