পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
 1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনিক অ্যাসিড (বি৫ ) ৫%-০.২৩৫ মিগ্রা ভিটামিন বি ৬ ২৫%-০.৩২৯ মিগ্রা ফোলেট (বি ৯) ৬%-২৪ μg ভিটামিন সি ১৭%-১৩.৮ মিগ্রা ভিটামিন ই ২%-০.৩৪ মিগ্রা                                                           খনিজ ক্যালসিয়াম ২%-২৪ মিগ্রা লৌহ ২%-০.২৩ মিগ্রা ম্যাগনেসিয়াম ৮%-২৯ মিগ্রা ম্যাঙ্গানিজ ২%-০.০৪৩ মিগ্রা ফসফর

“নাতে রাসুল” / ইসলামী গান

ছবি
“নাতে রাসুল” আরব মরুর দেশে, মনটা আমার বেড়ায় হেসে, খুজি সদা মক্কা মদিনায়, রাসুল আমার আছে রে ভা্‌ই, ঘুমিয়ে সেথায়। কে যাও তুমি ঐ কাফেলায়, সংগে নিবা মোরে, ) আমার ( অন্তর কান্দে যায়তে সেথায়, নাই কড়ি মোর তরে। তোমার হাতে ধরি, পায়ে পড়ি, সংগে নাও আমায়।। রাসুল আমার আছে রে ভা্‌ই, ঘুমিয়ে সেথায় । খোদায় মোরে পাঠিয়েছে, এইনা দুর-দেশে, (আমার) মন প্রাণ আছে পড়ে, সেইনা আরব দেশে। আমি হাতে ধরি, বিনয় করি, নেও গো কাফেলায়।। রাসুল আমার আছে রে ভাই, ঘুমিয়ে সেথায় ।                 কুয়াশা--২৯/০৮/২০১৯

“হামদে ইলাহী”

ছবি
“ হামদে ইলাহী ” এলাহী , এই সুন্দর পৃথিবীতে , পাঠিয়ে করেছ মোরে ধন্য। ছিলাম অসহায় যখন মায়ের কোলে , মমতায় করেছ মোরে পুর্ন।। ধিরে ধিরে বড় হলাম , খেয়ে তোমার নিয়ামাত , শুক্রিয়া না করিলাম , পাইয়াও এ হায়াত। তবু ভালবাসা তোমার , হয়নি তো শুন্য।। শিশুকাল গেল খেলে , বাল্য গেল ছলনায় , যৌবন গেল হেলাই , ভাবি এই অসময়। তুমি ছাড়া ধরনিতে , নেই মালিক অন্য।। শেষ বয়সের কালে , মনে পড়ে তোমারে , তুমি ছাড়া নাই কেহ , জগত ও সংসারে। তোমারে জপি শুধু , দাও মোরে পুণ্য। । কুয়াশা ---- ২৭ / ০৮ / ২০১৯

ডেঙ্গু

ছবি
---# ডেঙ্গু  #-- আসরাফুল মাখলুকাত , পৃথিবির শ্রেষ্ট জাত , মানুষ চন্দ্র , মঙ্গল সব করল বাজিমাত। আমরা সবাই জানি , একটি অতি ক্ষুদ্র প্রাণী , করছে এত হয়রানি , হচ্ছি কুপোকাত। নাম তার এডিস ,   আস্ত একটি খবিস , ডেঙ্গুর জীবানু সে করে   যে বহন , যেখানে জন্ম তার , মানুষ মেরে ছারখার , তাকে মারতে সরকার , ব্যাস্ত এখন। আছে যত মশার বংশ , সব করিতে ধংস , তাইতো হইল দাগা, বিশাল কামান , কামানেতে হয়না কাজ , মনেতে লাগিল লাজ , ঔষুধে করেনা কাজ , বিদেশ হতে আন। কহিল বিরোধী দল , সরকার গেল রসাতল , মারিতে মশার দল , হল নিস্ক্রান্ত , সরকার বলে ভাই , আমাদের দোষ নাই , এটি হল বিরোধী দলের চক্রান্ত। আসলে কিন্তু তা নয় , বছরের   এ সময় , মশা বিস্তার হয় , আবহাওয়ার জন্য , হইলে সবে সাবধান , পাওয়া যাবে পরিত্রান , হবে ডেঙ্গু সমাধান , এ ছাড়া পথ নাই অন্য।               কুয়াশা --- ২৫ / ০৮ / ২০১৯

ছুটি শেষ

ছবি
লোকে বলে ছুটি শেষ , আমি বলি শেষ নয় , হলে ছুটি শেষ তুমি ,   কেন এই ধরনায়। অফিসের চাকুরিতে মাঝে মাঝে ছুটি হয় , ছুটি পেলে   অফিসার , খুশিমনে বাড়ি যায়। জীবনের ছুটি হলে পালাবে কোথায়।। লোকে বলে ছুটি শেষ , আমি বলি শেষ নয়। ঈদে ঈদে হলে ছুটি , করে মন আনচান , কবে ফিরে যাব বাড়ি , সেই আশায় কাঁদে মন , একটি টিকিট পেতে , হই কত পেরেশান , পাইলে   টিকিট   যেন   খুশি হয় মনপ্রাণ। কবরের টিকিট তুমি , কিনেছ কি ভাই।। লোকে বলে ছুটি শেষ , আমি বলি শেষ নয়। অফিসের বস যদি , এক দিন গাবি পায় , সেই কারণের তরে , শো - কজ খেতে হয় , শো - কজের জবাব যদি , তার মন পুত হয় , তবেই চাকুরী বাঁচে , দেখ এই দুনিয়ায়। মোসজিদে হাজিরায় কত গাবি রয়।। লোকে বলে ছুটি শেষ , আমি বলি শেষ নয় । দুনিয়ার বস যত , সেত বড় বস নয় , তাকেই মানাতে তোর , এত বেগ পেতে হয় , আসল মালিক তোর , আছে সেই দুনিয়ায় , জীবন ছুটির শেষে ,   যদি   সে হিসাব চায়। কি জবাব দিব তাকে , ভেবেছ কি ভাই।। লোকে বলে ছুটি শেষ