পোস্টগুলি

 1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনিক অ্যাসিড (বি৫ ) ৫%-০.২৩৫ মিগ্রা ভিটামিন বি ৬ ২৫%-০.৩২৯ মিগ্রা ফোলেট (বি ৯) ৬%-২৪ μg ভিটামিন সি ১৭%-১৩.৮ মিগ্রা ভিটামিন ই ২%-০.৩৪ মিগ্রা                                                           খনিজ ক্যালসিয়াম ২%-২৪ মিগ্রা লৌহ ২%-০.২৩ মিগ্রা ম্যাগনেসিয়াম ৮%-২৯ মিগ্রা ম্যাঙ্গানিজ ২%-০.০৪৩ মিগ্রা ফসফর

অদ্ভুত আইন

অদ্ভুত আইন ১| রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর। ২| যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনও বিয়ারের বিজ্ঞাপনে বিয়ার পানরত অবস্থায় কোনও মানুষকে দেখানো যায়না। ৩| আলাস্কার আইন অনুসারে কোনও উড়োজাহাজ থেকে মুজের(এক ধরনের বড় হরিণ) দিকে তাকানো বেআইনী। ৪| ক্যালিফোর্নিয়ান আইন অনুসারে কোনও মহিলা বাথরোব পড়ে গাড়ি চালাতে পারবেনা। ৫| ইংল্যান্ডের আইন অনুসারে কৃষকেরা তাদের খামারের শূকরদেরকে খেলনা দিতে বাধ্য থাকবে। ৬| ১৯৬৯ সালে মাসাচুসেটসে ক্রিসমাস পালন করা বেআইনি ছিল। ৭| প্রাচীন ইংল্যান্ডে কোনও নারীর সাথে সঙ্গম করতে চাইলে রাজার অনুমতি নেবার দরকার পড়ত। ৮| এথেন্সের পুলিশ কোনও গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেবার ক্ষমতা রাখে যদি ঐ চালক গোসল না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে। ৯| বাংলাদেশে ১৫ বছরের শিশুকেও জেলে ভরে দেবার আইন আছে যদি সে পরীক্ষার খাতায় নকল করে। ১০| ফ্লোরিডায় ঘোড়া চুরি করার শাস্তি হচ্ছে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড। ১১| ফ্রান্সে কোনও মৃত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেক্ষেত্রে আইনগতভাবে কোনও বা

মানুষের স্বভাব

নূপুরের দাম ১০০০ টাকা...! কিন্তু তার স্থান পায়েই হয়...! টিপের দাম ১ টাকা হলেও সে কিন্তু কপালেই রয় !! লবণ তিতকুটে তবে  ইতিহাস সাক্ষী...! আজ পর্যন্ত লবনে কখনো পোকা ধরেনি...! কিন্তু মিষ্টিকে...পোকা পিঁপড়ে কখনো ছাড়েইনি...! সঠিক পথে মানুষ চলতেই চায়না...! আর বাঁকা পথ কে মানুষ ছাড়তেই চায় না় !! সে জন্যে মদ বিক্রেতাকে কোথাও যেতে নাহি হয়..! অার দুধ বিক্রেতাকে পাড়ায়-পাড়ায়...! লোকের দরজায়-দরজায় কড়া নাড়তে হয়...! আমরা দুধ বিক্রেতাকে সর্বদা সন্দেহ করি...! দুধে জল মেশায়নি তো...! আর মদে নিজের হাতে জল মিশিয়ে খাই..! কি বিচিত্র অামরা তাই না..!!

পরিসীমা

ছবি
ইহা "সরলরৈখিক" একটা কিছু! যার মাত্রা "এক" পরিসীমাকে ভালোমত বুঝতে হলে "বাউন্ডারি" বা "বর্ডার" বা "সীমানা" সম্বন্ধে ধারণা থাকলেই যথেষ্ট। কারন, এই "বাউন্ডারি" বা "বর্ডার" বা "সীমানা"-ই হচ্ছে গণিতের ভাষায় "পরিসীমা"। একটা বর্গ চিন্তা করা যাক। যার এক বাহুর দৈর্ঘ্য a একক। ডানপাশের চিত্রে a একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ছবি দেয়া হল। এই বর্গের চারটি বাহুর সংযোগস্থলে চারটি ভিন্ন ভিন্ন রঙের বিন্দু দেখানো হয়েছে এবং প্রতিটি বিন্দুতে নম্বর দেয়া হয়েছে। এখন, এই বর্গের পরিসীমা মাপতে হলে, যেকোনো একটি বিন্দু হতে পরিসীমা পরিমাপ শুরু করতে হবে। ধরি, সেই বিন্দুটি 'সবুজ বিন্দু' বা ১ নং বিন্দু। এবার ১ নং বিন্দু হতে এই বর্গের "বাউন্ডারি" বা "বর্ডার" বা "সীমানা"র উপর দিয়ে পুনরায় ১ নং বিন্দুতে আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, সেই অতিক্রান্ত দূরত্বটুকুই হচ্ছে এই বর্গের পরিসীমা। এখন, সবুজ বিন্দু হতে যাত্রা শুরু করি! প্রথমত, ১ হতে ২ নং যাবো। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব &qu

মানবতা কি?

ছবি
রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পিলারের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা, ''আমি ৫০ টাকার একটা নোট হারিয়েছি। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌছে দিলে বাধিত হব, আমি চোখে খুব কম দেখি"। তারপরে নিচে একটি ঠিকানা । আমি এরপর খুঁজে খুঁজে ঐ ঠিকানায় গেলাম। গিয়ে দেখি দাওয়ায় এক বয়স্ক মহিলা বসে আছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন কে এসেছে। আমি বললাম, মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি। এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন,  'বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, ঐ লেখাগুলাও লিখি নাই। আমি খুব একটা পড়ালেখা জানিও না।' আমি বললাম, আপনি টাকাটা রেখে দিন। ফেরার সময় তিনি বললেন, 'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ঐ কাগজটা ছিড়ে ফেলো। ' আমি উনার বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ ঐ কাগজটি ছেড়েনি। আর মনে মনে ভাবছিলাম ঐ ম

ক্রোধ নিয়ন্ত্রন

ছবি
ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। একদিন তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলো, তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এইকথা জানালো। তার বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো,’তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো

ছোট সোনা মসজিদ

ছবি
ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। এ মসজিদটিকে বলা হয় সুলতানি স্থাপত্যের রত্ন। সুলতান আলাউদ্দিন শাহ-এর রাজত্ব কালে (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলি নামে এক ব্যক্তি এ মসজিদটি নির্মাণ করেন। সে হিসেবে মসজিদটির বর্তমান বয়স ৫০০ বছরের বেশি। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে সুলতানি আমলের রত্ন সাদৃশ্য এ স্থাপনাটি নির্মিত হয়। যা বর্তমানে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা প্রত্নতত্ব অধিদফতরের অধীনে সংরক্ষিত। মসজিদটি উত্তর-দক্ষিণে ৮২ ফুট লম্বা ও পূর্ব-পশ্চিমে ৫২.৫ ফুট চওড়া। উচ্চতা ২০ ফুট। এর দেয়ালগুলো প্রায় ৬ ফুট পুরু। দেয়ালগুলো ইটের কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে এগুলো পাথর দিয়ে ঢাকা। ভেতরের দেয়ালে পাথরের কাজ শেষ হওয়ার পর খিলানের কাজ শুরু হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরী। মসজিদের চারকোণে চারটি বুরুজ আছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূর্ব পার্শ্বের দেয়ালে পাঁচটি খিলানযুক্ত দরজা আছে। খিলান গুলো বহুভাগে বিভক্ত এবং অলংকরণে

আজব প্রশ্ন

বকুল মাষ্টার পরীক্ষার জন্য এমন এক প্রশ্নপত্র বানিয়েছে! যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়ে গেছে কি ছিলো প্রশ্ন? দেখুন ই না… তারপর বুঝবেন। প্রশ্নগুলো হলো নিম্নরুপ ১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত? ২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে? ৩/ সবুজ রং কোন কালারের হয়? ৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়? ৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে? এই প্রশ্নের উত্তর ক্লাসের কোন ছাত্র ছাত্রি পারছেনা! ক্লাসের সব থেকে বেশি দুষ্টু ছাত্র বল্টুর উত্তর:- উত্তর নং- ১/ বাংলাদেশ ভারতের দ্বারা ঘেরা যে দেশ সে দেশে অবস্থিত। ২/ ১৫ই এপ্রিল ১৪ ও ১৬ এপ্রিল এর মাঝখানের তারিখে আসে। ৩/ বাংলাদেশের পতাকার গোল অংশ বাদে বাকি অংশের কালার কে সবুজ রং বলে। ৪/ বাংলা ভাষায় চোর কে বিভিন্ন নামে ডাকা হয় । যেমন:- তস্কর, চোরা,অপহর্তা ইত্যাদি। ৫/ কবি নজরুলের কবরে বাংলাদেশের জাতীয় কবি কে দাফন করা হয়েছে।  হা হা হা।

সকল ক্ষমতার মালিক

শুধু হৃদয়ের উপলদ্ধি প্রয়োজন : সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায়।সাপ যখন মারা যায় তখন পিঁডড়া সাপকে খায়।সময় কখনও কখনও বদলায়!একটি গাছ দিয়ে কয়েক লাখ মেসের কাটি বানানো যায় কিন্ত একটি মেসের কাটি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেয়া যায়।আমাদের ভুলে গেলে চলবেনা সবার চাইতে শক্তিধর কেউ আছেন তিনি হলেন মহান আহকামুল হাকেমিন পরাক্রমশালী আল্লাহ সুবহানোতায়ালা।অতএব একমাত্র তাকেই ভয় কর।

আসল দানবির

ছবি
এক ধনি ব্যক্তি একদিন চিন্তা করল যে, সে একটি মসজিদ নির্মাণ করবে । কারণ সে ছিল অঢেল ধন-সম্পদের মালিক। তাই সে কোটি টাকা খরচ করে একটি সুন্দর মসজিদ নির্মাণের কাজ শুরু করল । এক গরীব বৃদ্ধা মহিলা এই কথা লোকের কাছে শুনল যে , অমুক জায়গায় মসজিদ নির্মাণ করা হচ্ছে । যেহেতু বৃদ্ধা খুব গরীব ছিল তাই সে মাত্র ১০টাকা সেই লোককে দিল মসজিদ নির্মাণের দানস্বরূপ । কিন্তু সেই লোক তাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল মাত্র ১০ টাকার কোনো মূল্য নাই । তো মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত । একদিন সেই লোক স্বপ্নে দেখলো যে , এক মহিলা জান্নাতের এক দোলনায় বসে আছে । এই দৃশ্য দেখে সেই লোক অবাক । কারণ এই মহিলা হলো সেই বৃদ্ধা । পরের সেই বৃদ্ধাকে অনেক খোঁজাখুজির পর সে তাকে এক জায়গাতে পেলো । তখন তার কাছে সেই স্বপ্নের কথা বললো এবং এর কারণ জানতে চাইল । তখন বৃদ্ধা বলল যে , যখন মসজিদ রং করার কাজ চলতেছিল ,তখন সে ১০ টাকার রং কিনে সেই রংয়ের সাথে মিশিয়ে দেয় । ..শিক্ষা- আল্লাহ তাঁর বান্দার নিয়তটা দেখেন । আল্লাহর কাছে তার বান্দার সম্পদের প্রয়োজন নেই । আল্লাহ চান তাকওয়া । আমরা যতটা পারি দান খয়রাত করব । কারণ দান

শিক্ষনিয় বিষয়

মিনিটে মাত্র ৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে🔺️ গল্প-১ বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে। ছেলে কিছু বলার আগেই দাসবাবু বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে ওঠবস কর।' বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে ওঠবস শুরু করল, প্রতিবার ওঠবসে ৫০ টাকা বলে কথা। শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’ ‘পাশের বাড়ির দাসবাবু ’, উত্তর দিল ছেলে। ‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’ #শিক্ষণীয়বিষয় আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন। গল্প-২ সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন। তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল। দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব।’ ‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্

হিন্দুদের দেবতা কথন

হিন্দুরা মন খারাপ করিস না। আমি Just জানতে চাই,,, যদি পারেন উত্তর দিবেন.??? _ 1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয়.! একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায় তার # স্ত্রী_দুধ দিয়ে শিবের # গোপন_অঙ্গ ধৌত করে.! এটা কি kono সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.? এমন কুরুচিপূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন.? - 2nd- শিব তার নিজের ছেলে গনেশকে চিনতে পারেনি # গর্দান_কেটে ফেলেছিলেন.! তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন.? ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.? _ 3rd- দেবদাসীর ও যোগিনীর মত পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি করে # অশ্লীলকর্মে লিপ্ত হন.? যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে থাকেন.! _ 4th- অশ্লীল ভঙ্গিমায় # উলঙ্গ_নারী ,,, মুখে, দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.! কি করে সৃষ্টিকর্তা হতে পারে.? উদাহরন- দূর্গা। _ 5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয় তবে সে কেন তার মামীর সাথে # অবৈধ_সম্পর্ক রাখলো...? তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তার নিজেরাই আইনের বর্হিভূত? _ 6th- কিভাবে রাম সৃষ্টিকর্ত