আসল দানবির
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এক ধনি ব্যক্তি একদিন চিন্তা করল
যে, সে একটি মসজিদ নির্মাণ করবে ।
কারণ সে ছিল অঢেল ধন-সম্পদের
মালিক। তাই সে কোটি টাকা খরচ করে
একটি সুন্দর মসজিদ নির্মাণের কাজ
শুরু করল ।
এক গরীব বৃদ্ধা মহিলা এই কথা লোকের
কাছে শুনল যে , অমুক জায়গায় মসজিদ
নির্মাণ করা হচ্ছে । যেহেতু বৃদ্ধা খুব
গরীব ছিল তাই সে মাত্র ১০টাকা সেই
লোককে দিল মসজিদ নির্মাণের
দানস্বরূপ । কিন্তু সেই লোক তাকে
অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল
মাত্র ১০ টাকার কোনো মূল্য নাই ।
তো মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত ।
একদিন সেই লোক স্বপ্নে দেখলো যে ,
এক মহিলা জান্নাতের এক দোলনায়
বসে আছে । এই দৃশ্য দেখে সেই লোক
অবাক । কারণ এই মহিলা হলো সেই
বৃদ্ধা । পরের সেই বৃদ্ধাকে অনেক
খোঁজাখুজির পর সে তাকে এক জায়গাতে
পেলো । তখন তার কাছে সেই স্বপ্নের
কথা বললো এবং এর কারণ জানতে
চাইল । তখন বৃদ্ধা বলল যে , যখন
মসজিদ রং করার কাজ চলতেছিল ,তখন
সে ১০ টাকার রং কিনে সেই রংয়ের
সাথে মিশিয়ে দেয় ।
..শিক্ষা- আল্লাহ তাঁর বান্দার
নিয়তটা দেখেন । আল্লাহর কাছে তার
বান্দার সম্পদের প্রয়োজন নেই ।
আল্লাহ চান তাকওয়া । আমরা যতটা
পারি দান খয়রাত করব । কারণ দান
করলে সম্পদ পবিত্র হয় । সম্পদের
উপর আল্লাহর বরকত হয় ।
আল্লাহ' আমাদের হিংসা
অহংকার থেকে হেফাজত
করুন 'হালাল উপার্জন
থেকে সকল কাজে ইনসাফ
ও দান সদকার হাতকে
প্রসারিত করুন -ওয়ামা
তাওফীকী ইল্লাহ বিল্লাহ !
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন