1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনিক অ্যাসিড (বি৫ ) ৫%-০.২৩৫ মিগ্রা ভিটামিন বি ৬ ২৫%-০.৩২৯ মিগ্রা ফোলেট (বি ৯) ৬%-২৪ μg ভিটামিন সি ১৭%-১৩.৮ মিগ্রা ভিটামিন ই ২%-০.৩৪ মিগ্রা                                                           খনিজ ক্যালসিয়াম ২%-২৪ মিগ্রা লৌহ ২%-০.২৩ মিগ্রা ম্যাগনেসিয়াম ৮%-২৯ মিগ্রা ম্যাঙ্গানিজ ২%-০.০৪৩ মিগ্রা ফসফর

আজব প্রশ্ন

বকুল মাষ্টার পরীক্ষার জন্য এমন এক প্রশ্নপত্র বানিয়েছে! যা দেখে সব শিক্ষার্থী বেঁহুস হয়ে গেছে কি ছিলো প্রশ্ন?
দেখুন ই না… তারপর বুঝবেন। প্রশ্নগুলো হলো নিম্নরুপ
১/ বাংলাদেশ কোন দেশে অবস্থিত?
২/ ১৫ এপ্রিল কোন তারিখে আসে?
৩/ সবুজ রং কোন কালারের হয়?
৪/ চোর কে বাংলা ভাষায় কি বলা হয়?
৫/ কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে?
এই প্রশ্নের উত্তর ক্লাসের কোন ছাত্র ছাত্রি পারছেনা!
ক্লাসের সব থেকে বেশি দুষ্টু ছাত্র বল্টুর উত্তর:-
উত্তর নং-
১/ বাংলাদেশ ভারতের দ্বারা ঘেরা যে দেশ সে দেশে অবস্থিত।
২/ ১৫ই এপ্রিল ১৪ ও ১৬ এপ্রিল এর মাঝখানের তারিখে আসে।
৩/ বাংলাদেশের পতাকার গোল অংশ বাদে বাকি অংশের কালার কে সবুজ রং বলে।
৪/ বাংলা ভাষায় চোর কে বিভিন্ন নামে ডাকা হয় । যেমন:- তস্কর, চোরা,অপহর্তা ইত্যাদি।
৫/ কবি নজরুলের কবরে বাংলাদেশের
জাতীয় কবি কে দাফন করা হয়েছে।  হা হা হা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিধাতা রাখিও তাঁরে সুখে।