1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনি...

সকল ক্ষমতার মালিক

শুধু হৃদয়ের উপলদ্ধি প্রয়োজন
:
সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়া খায়।সাপ যখন মারা যায় তখন পিঁডড়া সাপকে খায়।সময় কখনও কখনও বদলায়!একটি গাছ দিয়ে কয়েক লাখ মেসের কাটি বানানো যায় কিন্ত একটি মেসের কাটি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেয়া যায়।আমাদের ভুলে গেলে চলবেনা সবার চাইতে শক্তিধর কেউ আছেন তিনি হলেন মহান আহকামুল হাকেমিন পরাক্রমশালী আল্লাহ সুবহানোতায়ালা।অতএব একমাত্র তাকেই ভয় কর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিধাতা রাখিও তাঁরে সুখে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার: রুমানা আলী