পোস্টগুলি

 1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনিক অ্যাসিড (বি৫ ) ৫%-০.২৩৫ মিগ্রা ভিটামিন বি ৬ ২৫%-০.৩২৯ মিগ্রা ফোলেট (বি ৯) ৬%-২৪ μg ভিটামিন সি ১৭%-১৩.৮ মিগ্রা ভিটামিন ই ২%-০.৩৪ মিগ্রা                                                           খনিজ ক্যালসিয়াম ২%-২৪ মিগ্রা লৌহ ২%-০.২৩ মিগ্রা ম্যাগনেসিয়াম ৮%-২৯ মিগ্রা ম্যাঙ্গানিজ ২%-০.০৪৩ মিগ্রা ফসফর

গাধার কুপে পড়ার গল্প

এক কৃষকের একটা গাধা ছিল। গাধাটা একদিন অগভীর কুয়ায় পড়লো। কিন্তু কুয়াটার গভীরতা গাধার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না। গাধার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশপাশের মানুষ ছুটে আসল। কিন্তু ওরাও বুঝে উঠতে পারল না কী করবে। ঘণ্টাখানেক নানাভাবে চেষ্টা করার পরও যখন গাধাকে উপরে তুলে আনা গেল না, কৃষক তখন চিন্তা করল কুয়াটা আগে থেকেই বিপজ্জনক। বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে। কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে, তার উপর গাধাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে। তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধাসহ কুয়াটি ভরাট করে ফেলবে।কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল। সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগল। কিছু মাটির দলা গিয়ে গাধাটির উপরেও পড়ল। ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারল কি ঘটতে চলেছে, প্রাণীটি ভয়ে-দুঃখে নিরবে কাঁদতে লাগল। কিছুক্ষণ মাটি ফেলার পরে সবাই হঠাৎ চমকে গেল, কারণ গাধাটি অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে। সবাই যখন গাধার উপরে মাটি ফেলছে, গাধাটি তখন গা-ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং এক-পা, এক- পা করে ভরাট হওয়া জায়গাতে অবস্থান নিচ্ছে। সবাই এবা

শুণ্য ছিলাম

ছবি
 " শুণ্য ছিলাম " শুণ্য ছিলাম ভাল ছিলাম গো প্রভু , ছিলাম তোমার পাশে , ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে। আমি মরি গো হতাসে ।। মায়ের কোলে দিলা তুমি আদর করিয়া , ধিরে ধিরে হইলাম বড় , তোমায় না চিনিয়া। দুনিয়ারি মায়ায় পড়ে , বেড়াই খেলে হেসে।। ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে। শিশু গেল বাল্য গেল , হাসিয়া খেলিয়া , যৌবনের মায়ায় তোমায় থাকিলাম ভুলিয়া। তোমায় না পড়িল মনে ,   কভু ভালবেসে।। ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে। যৌবন কাটিয়া যখন , বৃদ্ধ হইলাম , তোমায় মনে পড়ে প্রভু , আশা না ছাড়িলাম , অবশেষে কান্দি বসে ,   তোমারি তালাশে।। ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে । মোঃ খোশবুর আলী ----- ০৭ / ০৯ / ২০১৯

"আলো - অন্ধকার"

ছবি
আলো - অন্ধকার" আমার আজকের ছোট কবিতা--- আলোর নিচে লাগে ভাল , অন্ধকারে কানা , জ্ঞানি লোক সাথি ভাল , মুর্খ লোকে মানা। কষ্টি পাথরে চেনা , যায় খাটি সোনা , সবচেয়ে কঠিন কাজ , মানুষকে চেনা। দুষ্টু লোকে মিষ্টি কথায় , মানুষকে ভোলায় , ফুল হইলেই থাকবে মধু , ইহা সত্য নয়। জ্ঞানি ও গুনের , কদর করে যারা , পৃথিবীতে সফলকাম , হয়েছে যে তারা। মোঃ খোশবুর আলী ০৬/০৯/২০১৯

আমাদের বড় ভাই

ছবি
আমাদের বড় ভাই, মুখে আছে দাড়ি, নামাজ রোজা সবি করে, খায় শুধু বিড়ি। বিড়ি ছাড়িতে তারে করি অনুরোধ, আল্লাহ দেও তারে সু-বুদ্ধি বোধ। আমাদের বড় ভাই নাম আহাসান, আল্লাহ তুমি তারে কর এহেসান। বন্ধুরা চুপ কেন কমেন্ট পাঠাও, আমিন আমিন বল মখে করে রাউ।

নাতে রাসুল -২

ছবি
ও প্রিয় রাসুল গো , ও প্রিয় নাবী গো , একবার তুমি মোরে স্বপ্নে দেখা দাও । আমার মন কান্দে , প্রাণ কান্দে , তোমার কান্ডারি বানাও।। ঘুমিয়ে আছ তুমি , সোনার মদিনায় , এই অধম কান্দি বসে , তোমার আশায়। উম্মতের কান্ডারি তুমি , সেরা উম্মত বানাও।। তুমি হলে দয়াল নাবী , দয়ার তো নাই শেষ , আমি অধম চাই গো দিদার , দিও মনবেশ। তোমার মনের একটি কোনে , যায়গা আমায় দাও।। সাফায়াত করিবে তুমি , যে বান্দা খোদার প্রিয় , আমি তোমার চাই গো দয়া , সাফায়াত করিও। খোদার প্রিয় বান্দা হতে , দিক্ষা আমায় দাও।।

কে আমি ?

কে আমি , আমি কে নিজেই তো জানিনা , লোকে বলে কত কি তাও আমি মানি না। পড়া শোনা করিলে লোকে বলে ছাত্র , পড়াইতে গেলে আবার ঘামে ভিজে গাত্র। শিক্ষক হিসাবে আমি কেমন তা জানিনা , সকল বিষয় তবু পড়াইতে ছাড়িনা। মাল্টিমিডিয়ায় ক্লাস লোকে বলে ডিজিটাল , কারেন্ট না থাকলে   হয়ে যায় ম্যানুয়াল। ডিজিটাল ও ম্যানুয়াল দুটোতেই আছে হাত , ছাত্র ছাত্রী তবু   হয়না তো কুপোকাত। ভাল ফলাফল তারা তবু কেন করে না , কে আমি , আমি কে নিজেই তো জানিনা । ব্যাবস্থাপত্র দিলে লোকে বলে ডাক্তার , প্রতিষ্ঠানেতে গেলে হয়ে যায় মাষ্টার। এক সময় গান গেয়ে পাইছি পুরষ্কার , বাঁশি বাজাইলে হয়তো পাইতাম অস্কার। তবলা ও ঢোলকে মোটামুটি   আছে হাত , ম্যাজিক ও জাদুতে করেছি যে বাজিমাত। এই সব ছেড়েছি , এখুন আর করিনা , কে আমি , আমি কে নিজেই তো জানিনা। ইলেকট্রিশিয়ান বলে কাজ করিলে কারেন্টের , প্লাম্বার হয়ে করি কাজ ট্যাঙ্কি ও ওটারের। কম্পিউটার হল এখুন মোর ডালভাত , সারাদিন বসে করি গ্রাফিক্সে বাজিমাত।