1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়?  সূচনাঃ-      কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে।  প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান  শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal)                                                       শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g                                                       ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনি...

"আলো - অন্ধকার"



আলো - অন্ধকার"

আমার আজকের ছোট কবিতা---

আলোর নিচে লাগে ভাল, অন্ধকারে কানা,

জ্ঞানি লোক সাথি ভাল, মুর্খ লোকে মানা।
কষ্টি পাথরে চেনা, যায় খাটি সোনা,
সবচেয়ে কঠিন কাজ, মানুষকে চেনা।
দুষ্টু লোকে মিষ্টি কথায়, মানুষকে ভোলায়,
ফুল হইলেই থাকবে মধু, ইহা সত্য নয়।
জ্ঞানি ও গুনের, কদর করে যারা,
পৃথিবীতে সফলকাম, হয়েছে যে তারা।

মোঃ খোশবুর আলী

০৬/০৯/২০১৯


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিধাতা রাখিও তাঁরে সুখে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার: রুমানা আলী