1.কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয়? সূচনাঃ- কাঁঠাল খাওয়ার পর কোকাকোলা খেলে কি হয় জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কাঁঠাল ও কোকাকোলার মধ্যে কী কী আছে? তাই চলুন নিচের টেবিল থেকে প্রথমে আমরা জেনে নিই, কাঁঠালের মধ্যে কী কী আছে। প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)- কাঁঠাল এর পুষ্টিমান শক্তি ৩৯৭ কিজু (৯৫ kcal) শর্করা চিনি ১৯.০৮ g খাদ্য তন্তু ১.৫ g স্নেহ পদার্থ ০.৬৪ g প্রোটিন ১.৭২ g ভিটামিন ভিটামিন এ সমতুল্য বিটা-ক্যারোটিন লুটিন জিয়াক্সানথিন ১% - ৫ μg১% ৬১ μg - ১৫৭ μg থায়ামিন (বি ১) ৯%- ০.১০৫ মিগ্রা রিবোফ্লাভিন (বি ২) ৫%- ০.০৫৫ মিগ্রা নায়াসিন (বি ৩) ৬%-০.৯২ মিগ্রা প্যানটোথেনি...
এম্পি ফারুক চৌধুরী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
২০১৮ সালের মার্চে তানোর ডাক বাংলা মাঠে আন্তউপজেলা বার্ষিক ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলার দিনে উপজেলার সকল শিক্ষকদের উপস্থিতিতে বলেছিলেন ২০১৮ সালের মধ্যে তানোরে একটা ও রাস্তা ভাংগা থাকবে না। অথচ, ২০১৯ সালের অর্ধ মে অবধি মুন্ডুমালা হতে বৈদ্যপুর রাস্তা ভাংগার জন্য চলাচল করা আমাদের খুব কষ্ট হচ্ছে। দয়া করে এই কথাগুলো মাননীয় এমপি মহোদয়কে স্বরণ করিয়ে দিন। উনি অনেক ভাল কাজ করছেন, এটি প্রচার না করে কি করছেন না তা প্রচার করুন, তাহলে নেতারা আরও বেশি কাজ করবে বলে আমি মনে করি।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
ল্যাংটা মেয়ে
ল্যাংটা মেয়ে --------------------------- খো শ বু র আ লী ল্যাংটা মেয়ে খ্যামটা নাচন নাচছে দেখ রাজপথে, বললে কিছু ছুটছে পিছু মার রে সবে সাজ রথে। ব্লাউজ ছাড়া ল্যাংটা ন্যাড়া ঘুরছে দেখো দিগ্বিদিক, ফোনটি খোলে ছবি তোলে কাগজ ছাড়াই সাংবাদিক। হয়ে শূন্য বোনে পুণ্য করে নাকো একটু হুঁশ, সবই বেকার চাই অধিকার পোশাক ছাড়া কোন মানুষ ? আজকে এরা দেয় ইশারা ইচ্ছেমতো পোশাক চাই, কালকে ঠিকই পরবে নাকি? ব্রা-বিকিনি যখন যা’ই। দাওনা ওদের পরতে পোশাক পরুক না হয় ল্যাংটা থাক, পশুর মতোই মাঠে-ঘাটে ভিনদেশিদের মাল্টা খাক। বুঝবে ঠিকই যখন নাকি ভরবে উদর জারজে, ল্যাংটা ছেড়ে ভালো পোশাক পরবে নিজের গরজে। --------------------------------- বৈদ্যপুর, তানোর, রাজশাহী- ১১/০৯/২০২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন